Curriculum
Course: Basics of Freelancing
Login
Text lesson

ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু কথা

আপনি হয়তো জানেন যে বাংলাদেশ রপ্তানি করে সবচেয়ে বেশি আয় করে তৈরি পোশাক খাতে, কিন্তু আপনি হয়তোবা এটা জানেন না যে পোশাক খাতের পরেই যে সেক্টরে আমরা সবচেয়ে বেশি রেমিট্যান্স নিয়ে আসি সেটা ফ্রিল্যান্স ম্যানপাওয়ার। 

২০২১ থেকে ২০২৪ সালে আমাদের ফ্রিল্যান্সারের সংখ্যা এসেছে সাড়ে ৬ লাখ থেকে ৯ লাখে। অপরদিকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এসে ব্যর্থ বা হতাশ হয়ে ফিরে যাওয়া ফ্রিল্যান্সারদের সংখ্যাও দেশে কম নয়।

ফ্রিল্যান্সিং করলেই লাখ লাখ টাকা আয় করা যায় এরকম ধারণা নিয়ে অনেকেই না জেনে না বুঝে একটা প্রোফাইল খুলে ফেলেন এবং এরপরে কাজ না পেয়ে এপথ থেকে মুখ ফিরিয়ে নেন। আমার এই কোর্সটি সম্পন্ন করার পরে আশা করছি এ ধরনের সমস্যায় পরে হতাশ হয়ে মার্কেটপ্লেস থেকে আপনাকে ফিরে যেতে হবে না। 

এই কোর্সে আমি ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে কি সেটা থেকে শুরু করে ওয়েবসাইট থেকে কাজ পাওয়া অবধি আপনাকে সাহায্য করবো। তবে হ্যা কাজ পেয়ে সেই কাজ সম্পন্ন করে দিতে হলে আপনাকে অবশ্যই কোন নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ে দক্ষ হতে হবে। অদক্ষ বা কোন কাজ না জানা কাউকে আমি কখনই কাজ পাওয়ার প্রতিশ্রুতি দিতে পারি না।

 

এই কোর্সে আপনারা যা যা শিখবেনঃ

✔️ ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কাকে বলে 

✔️ কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন

✔️ ফ্রিল্যান্সিং করতে কি কি লাগবে

✔️ ফ্রিল্যান্সিং সেক্টরে কি কি কাজ আছে

✔️ মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এবং প্রোফাইল কেমন হয়

✔️ কিভাবে একটি প্রোফাইল তৈরি করবেন

✔️ প্রোফাইলের ব্র্যান্ডিং কিভাবে করবেন এবং দ্রুত কাজ পাওয়ার টেকনিক

বেসিকস্ অব ফ্রিল্যান্সিং কোর্সের মাধ্যমে আপনার সাথে আমার যে পথচলা শুরু হচ্ছে, আশা করছি সেটা ততটাই দীর্ঘায়িত হবে ঠিক যতটা চাইবেন। শুভ কামনা রইলো